করোনা সচেতনতায় নক্সালবাড়ি নবারুণের সদস্যরা

করোনা সচেতনতায় নবারুণ

😷
'করোনা ভাইরাস' বর্তমানে ৮ থেকে ৮০ সকলেই এই ভাইরাস সম্পর্কে অবগত।
আজ এই ভাইরাসের প্রকোপ বিশ্বের বিভিন্ন প্রান্তে এবং আমাদের দেশেও ব্যাপক প্রভাব ফেলছে। 
সংক্রমণের হার নিয়ন্ত্রণ করার জন্যে সমগ্র দেশ জুড়ে লকডাউন পালিত হচ্ছে কয়েক দফায়।কিন্তু আমরা দেখতে পারি যে লকডাউন পর্ব শেষ হতেই ভাইরাসের দাপট ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, যার মূল কারণ সাধারণ মানুষের অসচেতনতা। সেই কারণেই "নবারুণের" ছোট্ট প্রচেষ্টা  মাস্ক বিলির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে  দেওয়া। এই উদ্দেশ্যকে সামনে রেখে নবারুণ বিভিন্ন প্রতিকূলতাকে দূর করে তিন দফায় 
হাতিঘীষার বিজয়সিং জোত, কেটুগাবুর জোত, সাদা মল্লিক জোত, গোলদাস জোত, হুচাই মল্লিক জোত ও নক্সালবাড়ির পশ্চিম বাবুপাড়া,ভোকচান্দজোত, কুমারসিংজোত প্রাইমারি স্কুল,কালুয়াজোত,PHE tank,তারাবাড়ি মোড়,কেটুগাবুরজোত আপার প্রাইমারি স্কুল,সন্তোষীমা মন্দির,তারাবাড়ি SSB ক্যাম্প,
রকমজোত এই সব গ্রামীণ অঞ্চলের মানুষদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেয়ার সাথে সাথে ৯০০টি মাস্ক বিতরণ করার একটি ছোট্ট প্রয়াস করা হয়।
আমরাই পারি করোনা মুক্ত পৃথিবী গড়তে, শুধু চাই সামান্য সচেতনতা। তাই করোনাকে রুখে দিতে অব্যশই মাস্ক ব্যাবহার করুন, ভিড় এড়িয়ে চলুন, নিয়মিত সাবান বা স্যানিটাইজার  দিয়ে হাত পরিষ্কার করুন। আমাদের সামান্য সচেতনতাই আমাদের এই করোনা যুদ্ধে জয়ী হতে সাহায্য করবে।
সুস্থ্য থাকুন, সচেতন থাকুন "নবারুণের" পাশে থাকুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন।

**নবারুণ,নক্সালবাড়ি**