শুক্রবার রাজ্য জয়েন্টের ফল, জানা যাবে এই ওয়েবসাইটগুলিতে
করোনা আবহে প্রায় ৬ মাস পর রাজ্য জয়েন্টের (WBJEE) ফলপ্রকাশ হচ্ছে আগামীকাল। শুক্রবার বেলা একটায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ফল প্রকাশ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বেলা আড়াইটার পর ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে তালিকা। সেখানেই দেখতে পারবেন পরীক্ষার্থীরা। বুধবারই জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, পরীক্ষার্থীরা র্যাঙ্ক জানার পাশাপাশি র্যাঙ্ক কার্ডও ডাউনলোড করতে পারবেন ওই ওয়েহসাইটগুলি থেকে। উল্লেখ্য আগেই জানানো হয়েছিল, অনলাইনেই ফল প্রকাশ করা হবে। কাউন্সেলিংও হবে অনলাইনে। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৮০০ জন। করোনা সংক্রমণের জেরেই এবার ফল প্রকাশ করতে এত দেরি হল বলে জানিয়েছে বোর্ড।
যে ওয়েবসাইটগুলিতে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট জানা যাবে-
www.wbjeeb.nic.in
www.wbjee.in
৭ আগস্ট বেলা ২.৩০ থেকে এই ওয়েবসাইটগুলি থেকে পরীক্ষার্থীরা র্যাঙ্ক ও র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।
যে ওয়েবসাইটগুলিতে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট জানা যাবে-
www.wbjeeb.nic.in
www.wbjee.in
৭ আগস্ট বেলা ২.৩০ থেকে এই ওয়েবসাইটগুলি থেকে পরীক্ষার্থীরা র্যাঙ্ক ও র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।