নাবালিকাকে পতিতাপল্লীতে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ২

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আসামের এক নাবালিকাকে ফুঁসলিয়ে শিলিগুড়ি এনে পতিতাপল্লীতে বিক্রি করে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম মহম্মদ শাফিউল্লাহ। সে আসামের বাসিন্দা। বুধবার ধৃত দু’জনকেই শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ট্রানজিট রিমান্ডে ধৃতকে আসামে নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তি বিবাহিত। ছয়টি সন্তান রয়েছে তার। সেসব গোপন করে আসামের ওই নাবালিকার সাথে প্রেমের সম্পর্কে গড়ে তোলে ওই ব্যক্তি। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নাবালিকে আসাম থেকে কোচবিহারে নিয়ে আসে প্রথমে। একটি হোটেলে রাত্রি যাপন করে। এরপর শিলিগুড়িতে পৌঁছে ওই নাবালিকাকে পতিতাপল্লীতে বিক্রি করে দেয় বলে অভিযোগ।

গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি  থানা এবং খালপাড়া আউটপোস্ট এর পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। তাকে বাড়ি ফেরানোর বিষয়ে তৎপর পুলিশ।