খড়িবাড়ি ব্লকের ছয়টি এলাকা কনটেইনমেন্ট জোন ঘোষণা করল দার্জিলিং জেলা প্রশাসন।

                                 খড়িবাড়ি
*খড়িবাড়িতে ৭ দিন লকডাউন 
** ৪ টি বাজার ২ টি এলাকায় কন্টেনমেন্ট জোন
খড়িবাড়ি ব্লকে করােনার সংক্রমন ঠেকাতে নতুন করে কনটেনমেন্ট জোন করা হয় । 
 
আজ ৫ আগস্ট থেকে খড়িবাড়ি ব্লকের রানিগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের বাতাসী বাজার , পানিট্যাঙ্কি বাজার , অধিকারী বাজার , ডােহাগুড়ি এবং খড়িবাড়ি পানিশালী গ্রাম পঞ্চায়েতের খড়িবাড়ি বাজার ও ভালুকগাড়া এলাকার বিভিন্ন অংশকে কনটেনমেন্ট জোন করা হয়। 
জরুরি কাজ ছাড়া সমস্ত দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
             * খোলা রয়েছে শুধু ওষুধের দোকান।