উদ্ধার নাবালিকার ঝুলন্ত দেহ, সুইসাইড নোটের প্রেক্ষিতে পাঁচ যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

শিলিগুড়ি, ১৮ জুলাইঃ নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় পাঁচ যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হল পরিবারের তরফে। অভিযোগ, ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল। তার জেরেই সে আত্মঘাতী হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি পুর এলাকার নিরঞ্জন নগরে। এদিকে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ।


নাবালিকার পরিবার সূত্রে খবর, চলতি মাসের ১৫ তারিখ এক আত্মীয়ের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়েছিলেন ওই নাবালিকা। রাতে বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফেরে। কারণ জানতে চাইলেও তা এড়িয়ে যায় সেসময়। এরপরেই ১৬ তারিখ রাতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরদিন অর্থাৎ ১৭ তারিখ তার ঘর থেকে পাওয়া যায় একটি সুইসাইড নোট। যাতে পাঁচ যুবকের নাম উল্লেখ করা ছিল বলেই পরিবার সূত্রে খবর। এরপরেই পরিবারের তরফে ভক্তিনগর থানার অধীন আশিঘর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

নাবালিকার মা বলেন, বেশ কিছুদিন যাবৎ এলাকার এক যুবকের সঙ্গে তার মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বারণ করা হয়েছিল মেলামেশা করতে। তার অভিযোগ, ওই যুবক তাকে ঘুরতে যাওয়ার নাম করে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এরপরেই লোক লজ্জার ভয়ে এই পথ বেছে নেয় তার মেয়ে।