জয়েন্টে প্রথম রায়গঞ্জের সৌরদীপ, কাউন্সিলিং সম্ভবত ১২ আগস্ট
রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করা হল শুক্রবার। পরীক্ষা হয়েছিল এ বছরের ২ ফেব্রুয়ারি। করোনার ফলে ফল প্রকাশে দেরি হচ্ছিল। উচ্চ মাধ্যমিকের ফলের পর রাজ্যে ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সিলিংয়ের প্রক্রিয়াও শেষ করতে চাইছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। অনলাইনে সম্ভবত ১২ আগস্ট থেকে শুরু হবে কাউন্সিলিং পর্ব।
এবছর জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকায় প্রথম দেওঘরের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র সৌরদীপ দাস। বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। দ্বিতীয় স্থানে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের ছাত্র পশ্চিম বর্ধমানের শুভম ঘোষ। তৃতীয় স্থানে রয়েছে সীমান্তি দে। বাড়ি ঢাকুরিয়ায়। সাউথ পয়েন্ট হাই স্কুলের উৎসব বসু জয়েন্টে চতুর্থ। তার বাড়ি হাওড়ার সাঁতরাগাছিতে। পঞ্চম হয়েছে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের বাঁকুড়ার পূর্ণেন্দু সেন। ষষ্ঠ স্থানে কলকাতার রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের ছাত্র অঙ্কুর ভৌমিক। সপ্তম গার্ডেন হাই স্কুলের ছাত্র সল্টলেকের সোহম সমাদ্দার। অষ্টমে রয়েছে বেহালা আর্য বিদ্যামন্দিরের অরিত্র মিত্র। নবম স্থানে সল্টলেকের সেন্ট জোন্স স্কুলের গৌরিক মাসকারা। বাড়ি কাঁকুড়গাছি। দশমে হাওড়ার লাল বাহাদুর শাস্ত্রী সিনিয়র সেকেন্ডারি স্কুলের শিবপুরের অর্ক দত্ত। বোর্ডের পক্ষে জানানো হয়েছে, রাজ্যে পাশের হার ৭১ শতাংশ। অন্য রাজ্যে পাশের হার ২৯ শতাংশ।
রাজ্যে সরকারি ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি কলেজ ১০টি। সেগুলিতে মোট আসন ২,০৫৩। বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসি কলেজ ৮৬টি। সেখানে মোট আসন ২৮ হাজার ৪৯৩। সরকারি বিশ্ববিদ্যালয় ১১টি। আসন ২,২৮৩। ন’টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট আসন ২,০৬২। রাজ্যের ১১৬টি প্রতিষ্ঠানে মোট আসন সংখ্যা ৩৪ হাজার ৮৯১। www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in এই দুটি ওয়েবসাইট থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন ছাত্রছাত্রীরা। এবছর পরীক্ষায় ছিল ৭৫ হাজার পরীক্ষার্থী। এ বছর কাউন্সিলিংয়ের জন্য কোনও টাকা লাগছে না। রাজ্যে ১৭ হাজার ২৮৮টি কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে কাউন্সিলিংয়ে অংশ নেওয়া যাবে।
এবছর জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকায় প্রথম দেওঘরের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র সৌরদীপ দাস। বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। দ্বিতীয় স্থানে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের ছাত্র পশ্চিম বর্ধমানের শুভম ঘোষ। তৃতীয় স্থানে রয়েছে সীমান্তি দে। বাড়ি ঢাকুরিয়ায়। সাউথ পয়েন্ট হাই স্কুলের উৎসব বসু জয়েন্টে চতুর্থ। তার বাড়ি হাওড়ার সাঁতরাগাছিতে। পঞ্চম হয়েছে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের বাঁকুড়ার পূর্ণেন্দু সেন। ষষ্ঠ স্থানে কলকাতার রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের ছাত্র অঙ্কুর ভৌমিক। সপ্তম গার্ডেন হাই স্কুলের ছাত্র সল্টলেকের সোহম সমাদ্দার। অষ্টমে রয়েছে বেহালা আর্য বিদ্যামন্দিরের অরিত্র মিত্র। নবম স্থানে সল্টলেকের সেন্ট জোন্স স্কুলের গৌরিক মাসকারা। বাড়ি কাঁকুড়গাছি। দশমে হাওড়ার লাল বাহাদুর শাস্ত্রী সিনিয়র সেকেন্ডারি স্কুলের শিবপুরের অর্ক দত্ত। বোর্ডের পক্ষে জানানো হয়েছে, রাজ্যে পাশের হার ৭১ শতাংশ। অন্য রাজ্যে পাশের হার ২৯ শতাংশ।
রাজ্যে সরকারি ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি কলেজ ১০টি। সেগুলিতে মোট আসন ২,০৫৩। বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসি কলেজ ৮৬টি। সেখানে মোট আসন ২৮ হাজার ৪৯৩। সরকারি বিশ্ববিদ্যালয় ১১টি। আসন ২,২৮৩। ন’টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট আসন ২,০৬২। রাজ্যের ১১৬টি প্রতিষ্ঠানে মোট আসন সংখ্যা ৩৪ হাজার ৮৯১। www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in এই দুটি ওয়েবসাইট থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন ছাত্রছাত্রীরা। এবছর পরীক্ষায় ছিল ৭৫ হাজার পরীক্ষার্থী। এ বছর কাউন্সিলিংয়ের জন্য কোনও টাকা লাগছে না। রাজ্যে ১৭ হাজার ২৮৮টি কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে কাউন্সিলিংয়ে অংশ নেওয়া যাবে।