১০১ যুদ্ধাস্ত্রের আমদানি নিষিদ্ধ হল

১০১টি যুদ্ধাস্ত্রের আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করল প্রতিরক্ষা মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারতের লক্ষ্যপূরণেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ধাপে ধাপে এই সিদ্ধান্ত কার্যকর হবে। প্রতিরক্ষা শিল্পে যাতে চাহিদা সম্পর্কে আগাম ধারণা থাকে এবং সেইমতো তারা তৈরি হতে পারে সেদিকেই জোর দেওয়া হয়েছে।

আমদানি নিষিদ্ধ জিনিসপত্রের মধ্যে কেবল যন্ত্রাংশই নেই, আর্টিলারি গান, করভেটেস, সোনার সিস্টেম, এলসিএইচ ও আরও নানা জিনিস রয়েছে। এগুলি তৈরিতে যাতে সময়সীমা মানা হয়, তার দিকেও নজর থাকবে। রাজনাথ জানান, সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত হয়েছে। সরকারি, বেসরকারি কোম্পানিগুলিতে দেশীয় উৎপাদন বাড়ানো হবে। গত ৪ বছরে সেনার তিন বাহিনীর জন্য সাড়ে তিন লাখ কোটি টাকার চুক্তি রয়েছে। আগামী ৬ থেকে ৭ বছরে আরও ৪ লাখ টাকার বরাত পাবে দেশি কোম্পানিগুলি।