বলিউডে ফের শোকার ছায়া, প্রয়াত বিশিষ্ট চিত্র পরিচালক নিশিকান্ত কামাত
বলিউডে ফের শোকার ছায়া। সোমবার প্রয়াত হয়েছেন বিশিষ্ট চিত্র পরিচালক নিশিকান্ত কামাত। জানা গিয়েছে, বেশকিছু দিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এদিন হাসপাতালেই সেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।
অজয় দেবগন, তাবু অভিনীত 'দৃশ্যম' ছবিটিই প্রথম সর্বভারতীয় পরিচিতি দেয় এই পরিচালককে। এছাড়াও 'মাদারি', 'মুম্বই মেরি জান' এর মতো ছবির পরিচালনা করেছেন তিনি। অভিনয় করেছেন, 'রকি হ্যান্ডসাম', 'ভবেশ যোশী সুপারহিরো', 'ড্যাডি' প্রভৃতি ছবিতে। বেশকিছু মারাঠি ছবিতেও কাজ করেছিলেন নিশিকান্ত কামাত। মারাঠি ছবি 'ডোম্বিভালি ফাস্ট' পরিচালনার জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন এই পরিচালক।