কন্টেনমেন্ট জোন খড়িবাড়ি

খড়িবাড়িতে ৭ দিন লকডাউন 
খড়িবাড়ি :- আগামী ৫ আগস্ট থেকে খড়িবাড়ি ব্লকের রানিগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের বাতাসী বাজার , পানিট্যাঙ্কি বাজার , অধিকারী বাজার , ডােহাগুড়ি এবং খড়িবাড়ি পানিশালী গ্রাম পঞ্চায়েতের খড়িবাড়ি বাজার ও ভালুকগাড়া এলাকার বিভিন্ন অংশকে কনটেনমেন্ট জোন করা হল । 
জরুরি কাজ ছাড়া সমস্ত দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।