গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য শিলিগুড়িতে
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। মৃত গৃহবধূর নাম মামন সাহা। বয়স আনুপমানিক ২০ বছর। ঘটনাটি ঘটেছে, শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ২নম্বর অঞ্চলে পুর্ব মাঝাবাড়ি এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফারির পুলিশ। পুরো ঘটনার তদন্তে পুলিশ। অন্যদিকে, ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী রামপ্রসাদ পোদ্দার পলাতক। তবে তিন জনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
অঞ্চল সভাপতি নির্মল বর্মন বলেন, এটা একটি পরিকল্পিত খুন বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। ওই গৃহবধূর স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যরা অত্যাচার করত গৃহবধূর উপরে অত্যাচার করত বলে অভিযোগ। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শনিবার ওই গৃহবধূকে বাপের বাড়ি নিয়ে গেলেও বাড়ির ভেতরে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানায় মৃতার পরিবার।
তবে এদিন ঘটনাস্থলে আশিঘর ফাঁড়ি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে।