প্রতিক্ষার অবসান, বিশ্ব বিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা ইস্যুতে রায় ঘোষনা সুপ্রিম কোর্টের

প্রতিক্ষার অবসান, বিশ্ব বিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা ইস্যুতে রায় ঘোষনা সুপ্রিম কোর্টের

By খবর খড়িবাড়ি - August 28, 2020
 চলতি বর্ষের ১৮ আগষ্ট সুপ্রিম কোর্টের রায় দান করার কথা থাকলেও তা পিছিয়ে যায়। অবশেষে আজ ইউজিসির নির্দেশিকাকে শিলমোহর দিল সুপ্রিম কোর্ট। চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যেই স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা নেওয়া হবে বলেই জানানো হয়।

কোরোনা আবহে চলতি শিক্ষাবর্ষের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে টানাপোড়েন চলছিল। আজ পরীক্ষা বাতিলের আর্জি খারিজ করে ইউজিসির সিদ্ধান্তকে শিলমোহর দিয়ে পরীক্ষা হবে বলে জানানো হল সুপ্রিম কোর্টের তরফে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেকটি কলেজ, বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা নিতে হবে বলে জানানো হয়। সেক্ষেত্রে যদি কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় সময়সীমা কিছুটা পেছনোর সিদ্ধান্ত নেয় তাহলে তার অনুমতি মিলবে বলেও জানানো হয়।