আলোকিত হল অন্ধকার পথ, সৌজন্যে তৃণমূল যুব কংগ্রেস
ফুলবাড়ি ১ নম্বর তৃণমূল যুব কংগ্রেস কমিটির উদ্যোগে ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের পাঁচকেলগুড়ি ১৯/৭৪ পার্টে রাস্তার বিভিন্ন স্থানে ইলেক্ট্রিক অফিসের অনুমতি নিয়ে বৈদুতিক বাতির ব্যবস্থা করা হয়। এলাকার বাসিন্দাদের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয় তৃণমূল যুব কংগ্রেসের তরফে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফুলবাড়ি ১ নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কিশোর মন্ডল, যুব পর্যবেক্ষক গনেশ বর্মণ, পার্টের পঞ্চায়েত সদস্য গীতা দাস, পার্টের যুব সভাপতি সপ্তম সরকার সহ অন্যান্য বুথ যুব কর্মী।
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা লিপিকা দত্ত জানান, খুব সুবিধা হল। এলাকার বাচ্চারা রাস্তা দিয়ে যাতায়াত করে, তারও সুবিধা হল। খুবই উপকৃত হলাম।