খড়িবাড়ি ব্লকের ১৯টি পরিবার আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করে।

খড়িবাড়ি ব্লকের অন্তর্গত বুড়াগঞ্জ অঞ্চলের মাইনরিটি সেলের সভাপতি আলিমুদ্দিন আনসারি এর নেতৃত্বে বক্তাভিঠা,রাঙ্গালী সরস্বতী মেমোরিয়াল ২৭/৪৯ বুথের ১৯টি পরিবার কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। 
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়িবাড়ি ব্লক তৃণমূল নেতৃত্ব- পরিমল সিনহা, মুকুল সরকার, ধনঞ্জয় সিংহ, রোজামুদ্দিন আনসারি, এছাড়া দলের অন্যতম সদস্য- নরেশ কুমার রায় সরকার, উপাসু সিংহ, সাগর মালাকার, 
পঞ্চানন রায় সরকার, গোপি বিশ্বকর্মা ,দর্শন সিংহ, মহ:জাহাঙ্গীর আলম সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।