পুলিশি বাঁধা, যুবতীর সঙ্গে দেখা না করেই ফিরতে হল বিজেপি নেত্রীকে

ধর্ষিতা যুবতীর সঙ্গে দেখা করতে গিয়েও বাঁধার মুখে পড়তে হল বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল। পুলিশি বাঁধার মুখে পড়ে পিছু হটতে হয় তাকে। ফিরে যেতে হল তাকে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অগ্নিমিত্রা পাল বলেন, আগামীকাল ফের যুবতীর সঙ্গে দেখা করতে যাবেন।

জানা গিয়েছে, শিলিগুড়ি মহকুমার অন্তর্গত খড়িবাড়ি এলাকার এক বিশেষ চাহিদা সম্পন্ন যুবতীকে ধর্ষণ করা হয়। ঘটনাটি ঘটে শনিবার। ওই যুবতী বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তার সঙ্গে এদিন দেখা করতে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। যদিও ওয়ার্ডে ঢুকতে গিয়ে পুলিশি বাঁধার মুখে পড়তে হয় তাকে। অগ্নিমিত্রা পালের অভিযোগ, তাদের ওয়ার্ডে ঢুকতে বাঁধা দেওয়া হয়। যা নিয়ে তর্ক-বিতর্কও চলে কিছু সময়। যদিও এদিন ওই যুবতীর সঙ্গে দেখা না করেই ফিরতে হয় বিজেপি নেত্রীকে।