কার্শিয়াং বেড়াতে যাওয়ার পথে দূর্ঘটনার কবলে গাড়ি; মৃত ৪, নিখোঁজ ১
কার্শিয়াং বেড়াতে যাওয়ার পথে দূর্ঘটনার কবলে পড়ল গাড়ি। ঘটনায় চার যুবকের মৃত্যু হয়েছে। যদিও এক যুবকের খোঁজ মেলেনি এখনও।
জানা গিয়েছে, শিলিগুড়ি পুর এলাকার রথখোলার বাসিন্দা সুব্রত দাস, ঋষভ দাস, অর্ঘ্য কমল কুন্ডু, বিক্রম দাস ও রাজ সিং। শনিবার রাতে পাঁচ বন্ধু মিলে কার্শিয়াং-র উদ্দেশ্যে রওনা দেন। আচমকাই নিয়ন্ত্রন হারিয়ে গাড়ি খাদে পড়ে যায়। ঘটনার পর গতকাল রাতে স্থানীয়রা খাদে এক যুবকের মৃতদেহ ও গাড়ি পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গাড়ি উদ্ধার করেন। পাশাপাশি গাড়িতে থাকা যুবকদের উদ্ধারের কাজ শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত চার যুবকের মৃতদেহ উদ্ধার হয়। এখনও একজনের খোঁজ মেলেনি। উদ্ধারকারী দল তল্লাশি জারি রেখেছে।