ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাথমিক শিক্ষক ভাস্কর সেওয়া
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মাত্র ৩৯ বছর বয়য়ে প্রয়াত হলেন শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীন এবং বিধান নগর চক্রের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের টাইপু চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভাস্কর সেওয়া। বুধবার ঘোষপুকুরের অবর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে ভাস্কর বাবুর শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ভাস্কর বাবুর ছবিতে মাল্যদান করে ও পুষ্পার্ঘ্য দিয়ে তাকে শ্রদ্ধা জানান শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ড: সুপ্রকাশ রায় সহ অন্যান্যরা।
জানা গিয়েছে, চলতি মাসের ১৫ তারিখ প্রয়াত হন ভাস্কর বাবু। সে শিলিগুড়ি প্রধান নগরের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। প্রয়াত শিক্ষকের বৃদ্ধা মা স্ত্রী এবং ৮ বছরের কন্যা সন্তানও রয়েছেন। করোনা আবহের মাঝে তিনি অসুস্থ অবস্থায় শিলিগুড়ি একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হয়েছেন বলে শিক্ষক মহল সূত্রে খবর।
প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ড: সুপ্রকাশ রায় বলেন, একজন গুণী শিক্ষকের অকাল প্রয়াণে শোক প্রকাশ করবার কোন ভাষা নেই।