করোনা রোগীদের আশ্রয়স্থলে আগুন!

বিজয়ওয়াড়া: করোনা রোগীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত গোল্ডেন প্যালেস হোটেলে বিধ্বংসী আগুন৷ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার এই হোটেলে আগুনে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে৷ অনেকে আগুনে ঝলসে গিয়েছেন৷ ওই হোটেলে ৫০জন ছিলেন আগুন লাগার সময়, যার মধ্যে ৪০জন করোনা রোগী৷ খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ইঞ্জিন৷ দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়েছে৷ আগুন লেগেছে এটা টের পাওয়ার আগেই অনেকে আগুনের গ্রাসে চলে আসে৷ সর্বশেষ খবরে জানা যাচ্ছে যে শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে৷ আগুন লাগা শুরু হয় একতলায় তারপর সেটা দোতলায় ছড়িয়ে পড়ে৷ একটি তলা থেকে অন্য তলায় দ্রুত ঘন কালো ধোঁওয়া ছড়িয়ে পড়তে থাকে৷ আতঙ্কে চারজন এক তলার জানলা থেকে বাঁচার জন্য ঝাঁপ দেন৷ পুলিশ ও দমকলকর্মীরা জানলা ভেঙে প্রচুর মানুষকে মইয়ের সাহায্যে উদ্ধার করে৷

এই ঘটনা গভীর দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী জগন রেড্ডি৷ কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হবে বলে তিনি জানিয়েছেন৷ সঠিকভাবে উদ্ধার কাজ যাতে হয়, সেদিকে নজর দিতে নির্দেশ দিয়েছেন তিনি৷ আহতদের দ্রুত অন্য হাসপাতালে ভর্তির করার কথাও জানান মুখ্যমন্ত্রী৷

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন নরেন্দ্র মোদি৷ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে তাঁর কথাও হয়েছে৷ সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি৷


দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও৷ কেন্দ্র সব রকম সাহায্য করবে বলে তিনি জানিয়েছেন৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি৷