করোনা পজিটিভ হওয়ায় আতঙ্কে আত্মঘাতী বৃদ্ধ


  করোনা পজিটিভ হওয়ায় আতঙ্কে আত্মঘাতী বৃদ্ধ

বারাসাত /  নিজের আবাসন থেকে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার বারাসাতে। প্রাথমিকভাবে অনুমান, কোভিড  পসিটিভ হওয়ার আতঙ্ক থেকেই আত্মহননের পথ বেছে নেন বৃদ্ধ। বারাসাতের নবপল্লি ছোটোবাজারের ঘটনা।

স্থানীয় সুত্রে খবর, ১১ আগস্ট অসুস্থ হয়ে বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। শনিবার সেখান থেকে ছাড়া পান। এলাকাবাসীর বক্তব্য, শনিবারই তাঁর করোনা টেস্টের রিপোর্ট পসিটিভ এসেছিল। রবিবার ভোরের আলো ফুটতেই এলাকাবাসী দেখেন বৃদ্ধের দেহ বাড়ির ব্যালকনি থেকে ঝুলছে। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ ময়নাতদন্তে জন্য পাঠান  ।করোনা আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর পরে এলাকায় করোনা সংক্রমণ ঘিরে  আতঙ্ক ছড়িয়েছে।