খড়িবাড়ি ব্লকের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথচারী কুকুরদের মুখে খাবার তুলে দেন এক যুবক

আজ স্বাধীনতা দিবস উপলক্ষে খড়িবাড়ি ব্লকের অন্তর্গত অধিকারীর এক বাসিন্দা রিক ঘোষ একজন ভারতবাসির মনোভাবনা নিয়ে নিজের ব্লকের কিছু রাস্তার ধারের কুকুর দের খাইয়েছেন । 
তার কথা হল স্বাধীনতা দিনের দিন সবাই ভালো করে কাটাবে তবে এরা কেনো নই? 
সেই চিন্তা মাথায় রেখে তার ভাই ও কিছু বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েন তাদের মুখে খাবার তুলে দিতে । 
তারা আজ খড়িবাড়ি ব্লকের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথচারী কুকুরদের মুখে খাবার তুলে দেন।