রাজ্যে পুলিশকর্মীদের প্রশংসা করে ১ সেপ্টেম্বর এবার থেকে পুলিশ দিবস ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যে পুলিশকর্মীদের প্রশংসা করে ১ সেপ্টেম্বর এবার থেকে পুলিশ দিবস ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এবার থেকে ১ সেপ্টেম্বর রাজ্যে পুলিশ দিবস পালিত হবে। সোমবার নবান্নে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। করোনাকালে পুলিশ কর্মীরা যেভাবে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন, সেই লড়াইকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে কলকাতা-সহ রাজ্যের সব জেলায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে আগামী ১ সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করা হবে। তাঁর কথায়, বাংলার পুলিশ অন্যতম সেরা। এক সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো কলকাতা পুলিশকে। এখন তো আরও ভাল কাজ করছে কলকাতা পুলিশ।   

মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠক করে বলেন, “পুলিশকর্মীরা এত কাজ করছেন। তাই আমাদেরও তাঁদের দেখা উচিত। আগে আমরা ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেছিলাম। সেই বোর্ডও সাধ্যমতো কাজ করেছে। আবারও আমরা পুলিশের সমস্যায় পাশে দাঁড়ানোর জন্য ওয়েলফেয়ার বোর্ড তৈরি করছি। আগামী ১ সেপ্টেম্বর থেকে ওই বোর্ড কাজ শুরু করবে। প্রতি বছর ওইদিন পুলিশ দিবস হিসাবে পালিত হবে।” পুরুষদের পাশাপাশি মহিলা পুলিশরাও সমানাধিকার পাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।