কামতাপুরী ভাষাতে পঠন-পাঠন চালু সহ ৬ দফা দাবি নিয়ে আন্দোলনে কামতাপুর প্রগ্রেসিভ পার্টি
আগামী শিক্ষাবর্ষে কামতাপুরী ভাষাতে পঠন-পাঠন চালু করতে হবে। অন্যদিকে, ফরেস্ট রেঞ্জার অফিসার সঞ্জয় দত্তকে উত্তরবঙ্গের বাইরে বদলি করা সহ ৬ দফা দাবি নিয়ে শিলিগুড়ির অদূরে অবস্থিত মাটিগাড়া BDO অফিসের সামনে আন্দোলনে সামিল হন কামতাপুর প্রগ্রেসিভ পার্টি মাটিগাড়া ব্লকের সদস্যরা।
কামতাপুর প্রগ্রেসিভ পার্টির তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিডিও বার্তার মাধ্যমে তাদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে বলে জানানো হয়েছে সংগঠনের তরফে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দার্জিলিং জেলা কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সভাপতি প্রকাশ বর্মন জানান, কোরোনা আবহের মাঝে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে এসসি ও এসটি ছাত্র-ছাত্রীদের যেন ভর্তি ফি মুকুব করা হয়। এছাড়াও তিনি আরও বলেন, পঞ্চানন বর্মা ও বীর চিলা রায়ের আত্মজীবনী যেন বিভিন্ন পঠন-পাঠনের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও রেশনে যেন আতপ চালের বদলে সেদ্ধ চাল সরবরাহ করা হয়।