ভাঙ্গছে পার; বালাসনের জলস্ফীতিতে চিন্তিত স্থানীয়রা, পরিদর্শনে রথীন্দ্রনাথ বোস

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে ভারী মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গে। 
এখনও তার রেশ বর্তমান। জলস্ফীতি হয়েছে একাধিক নদীতে। বাদ নেই বালাসান নদীও৷ এই জলস্ফীতির জেরেই ভাঙ্গতে শুরু করছে নদীর পার। ক্রমেই লোকালয়ের দিকে এগিয়ে চলেছে নদী। বিপাকে পড়েছেন শিলিগুড়ি মহকুমার শিশাবাড়ি এলাকার বাসিন্দারা। শনিবার ওই এলাকা পরিদর্শনে যান বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বোস। এলাকা পরিদর্শন শেষে তিনি বলেন, সমস্তটাই সেচ মন্ত্রীকে জানানো হবে।
টানা বৃষ্টির জেরে নদীর জল বাড়তে থাকায় বিপদের আশঙ্কায় স্থানীয়রা। তাদের আশঙ্কা এভাবে পার ভাঙ্গতে থাকলে একটা সময় বাড়ি ঘর নদীর জলে তলিয়ে যাবে। এদিন এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সমস্যার কথা শোনেন রথীন্দ্রনাথ বোস। পাশে থাকার আশ্বাস দেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রতিবছরই বৃষ্টির সময় পাহাড়ের নদীতে জল বৃদ্ধি পায়। ফলে নদীতে বান হয়। পার ভাঙতে শুরু করে। এবারও তাই হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এখানে স্পার করা উচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জন্য কোনো কাজই করেন না। আমি আজই সেচ মন্ত্রীকে চিঠি পাঠাবো এ বিষয়ে।