২১ জুলাই; হল না ধর্মতলার জনসভা, মন খারাপ গৌতম দেবের
২১ জুলাই। শহীদ দিবস উপলক্ষ্যে প্রতি বছরই কলকাতার ধর্মতলায় বিরাট সভা আয়োজিত হয়ে আসছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এবছর অবশ্য তার ব্যতিক্রম ঘটল। কোরোনা আবহের জেরে সমাবেশ বাতিল হল। ভার্চুয়াল জনসভার মাধ্যমে শহীদ দিবস পালিত হল। জেলায় জেলায় দলীয় নেতৃত্ব থেকে শুরু করে কার্যকর্তারা ভার্চুয়াল সভায় যোগ দেন। ব্যতিক্রম হয়নি দার্জিলিং জেলাতেও৷ যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হল ২১ জুলাই।
২১ জুলাই’য়ে ধর্মতলার সমাবেশ না হলেও দলীয় সুপ্রিমোর নির্দেশে ধর্মতলায় অস্থায়ী শহীদ বেদি গড়ে ওঠে৷ শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়৷ অন্যদিকে, জেলায় থেকে শুরু করে বুথ স্তরে সম মর্যাদায় পালিত হল এই দিনটি৷ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফে সম মর্যাদায় শিলিগুড়িতেও পালিত হল দিনটি। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার, মন্ত্রী গৌতম দেব সহ অন্যান্য জেলার নেতৃত্বরা।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গৌতম দেব জানান, আজকের দিনটির জন্য খুব মন খারাপ লাগছে। এই দিনে সকলেই সভায় পৌঁছাই, নেত্রীর আহ্বান শুনি। এই প্রথম বিশ্বব্যাপী অতিমারির জন্য ভার্চুয়াল বার্তার মাধ্যমে সবকিছু সারা হল।