ডাবগ্রাম-ফুলবাড়িকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা জেলা প্রশাসনের

সংক্রমণ মোকাবিলায় যখন শিলিগুড়িতে লকডাউন জারি ঠিক সেসময় শিলিগুড়ি শহর সংলগ্ন রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম-ফুলবাড়িকে কন্টেইমেন্ট জোন হিসেবে চিহ্নিত করল জেলা প্রশাসন। বৃহস্পতিবার এক জরুরিকালীন বৈঠক শেষে এমনটা জানান জলপাইগুড়ি জেলার জেলাশাসক।
লাগাম ছাড়া সংক্রমণের গতি। শহর সহ শহর সংলগ্ন এলাকায়গুলিতেও পরিস্থিতি একই। সেক্ষেত্রে সংক্রমণ মোকাবিলায় সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জোর দিচ্ছে প্রশাসন। পাশাপাশি, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এবার কন্টেইমেন্ট জোন ঘোষণা করা হল প্রশাসনের তরফে।