কলেজছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। চাঞ্চল্য মানিকচকের নাজিরপুরে।
মালদহ: কলেজছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। চাঞ্চল্য মানিকচকের নাজিরপুরে। বাড়ির কাছে আম বাগানে ঝুলন্ত দেহ উদ্ধার। মঙ্গলবার জন্মদিন ছিল ওই ছাত্রীর। বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি । বুধবার সকালে মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রীর দেহ উদ্ধার। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মৃতের পরিবারের। তদন্তে মানিকচক থানার পুলিশ। প্রেমঘটিত কারণে মৃত্যু বলে অনুমান পুলিশের। মৃত ছাত্রীর বন্ধুর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার পর থেকে বেপাত্তা মৃতের বন্ধু গ্রামেরই এক যুবক।
এ দিন সকালে নাজিরপুর পঞ্চায়েতের হরিপুর গ্রামে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত তরুণীর মাথায় সিঁদুর পরানো থাকায় রহস্য আরও দানা বেঁধেছে। ওরনা দিয়ে ফাঁস লাগানো ছিল দেহ। মৃতের বাবা শম্ভু মণ্ডল জানান, গ্রামেরই এক যুবকের সঙ্গে মেয়ের সম্পর্ক গড়ে ওঠে বলে জানতেন তাঁরা। মেয়ের পরিবার সম্পর্ক মেনে নিলেও ছেলের পরিবারের এতে আপত্তি ছিল। মঙ্গলবার বাড়িতে না ফেরায় বেশ কয়েকবার ওই তরুণীকে ফোন করা হয়। কিন্তু কল রিসিভ হয়নি।