স্বপ্নার বাড়িতে অভিযান, মুখ্যমন্ত্রীর নির্দেশে রেঞ্জারকে বদলি

#খবরখড়িবাড়ি :-স্বপ্না বর্মনের বাড়িতে বনদপ্তরের অভিযানের তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাশাপাশি বনদপ্তরের আধিকারিক সঞ্জয় দত্তের বদলির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘স্বপ্না খুব ভালো মেয়ে, ভালো খেলে। আমি ওকে সম্মান করি। বনদপ্তরের কিছু লোক ওর বাড়িতে হানা দিয়েছিল। তাঁরা আমাদের জিজ্ঞেস করে যায়নি। তাঁরা আমাদের জিজ্ঞেস করে গেলে, আমরা অনুমতি দিতাম না। স্বপ্না বাড়ি করবে বলে কাঠ কিনে ফেলেছে। আমি মনে করি, ওর দোষ নেই। ঘটনার কথা আমায় কেউ বলেনি। বিষয়টি আমি একটি কাগজে দেখি। এরপরই আমি নিজে ফোন করে স্বপ্নার সঙ্গে কথা বলি। বলেছি, চিন্তা না করতে।’
স্বপ্নার বাড়িতে অভিযান চালানোয় ওই রেঞ্জ অফিসারকে বদলির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গোটা বিষয়টি মিটিয়ে ফেলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।