অবশেষে মাথার খুলি কান্ডের রহস্যভেদ পুলিশের

অবশেষে মাথার খুলি কান্ডের রহস্যভেদ হল। জানা গিয়েছে, ঘরে থেকে উদ্ধার হওয়া মাথার খুলি ও হাড়গোড়গুলো পড়াশুনোর জন্যই রাখা  হয়েছিল। পুলিশ সূত্রে খবর, বাড়ির মালিক ভিক্টর চক্রবর্তীর মামাতো বোনের স্বামী সৌরভ দাস উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এ্যানাটমী নিয়ে পড়াশোনা করতেন। পড়াশোনা চলাকালীন সৌরভ তার বাড়িতে কঙ্কাল এনে রেখেছিলেন। সেই সেগুলিই ভিক্টরবাবু ঘর থেকে বের করে ছাদে ফেলে দেন।

এরপরে দুর্গন্ধ ছড়াতে প্রতিবেশীরা স্থানীয় কো-অর্ডিনেটরকে খবর দিলে তিনি বাড়ি পরিষ্কার করার জন্য সাফাইকর্মী পাঠান এবং তারাই ওই বাড়ি থেকে উদ্ধার করে মাথার খুলি এবং হাড়গোড়। এরপরে রহস্য দানা বাঁধে যে স্কেলিটন গুলি কিসের জন্য ঘরে ছিল? অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলল।