রাজ্যে লকডাউন আরও একমাস, আগস্টে ৯ দিন সম্পূর্ণ লকডাউন
মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি ঘোষণা করেন রাজ্যে ৩১ আগস্ট পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হল। পাশাপাশি তিনি এও জানান, রাজ্যে করোনা শৃঙ্খল ভাঙার জন্য আগামী আগস্ট মাসে সাপ্তাহিক লকডাউন চলবে। মোট ৯ দিন লকডাউন থাকবে আগস্ট মাসে। তিনি এদিন বলেন, চলতি সপ্তাহে শুধু বুধবার লকডাউন থাকছে। এরপর প্রতি সপ্তাহে শনি-রবিবার করে সম্পূর্ণ লকডাউন করার চেষ্টা চলছে। তবে আগস্টে যেহেতু স্বাধীনতা দিবস রয়েছে তাই শনিবারের বদলে লকডাউন হবে রবিবার। তিনি যে দিনগুলির কথা জানিয়েছেন সেগুলি হল, আগস্টের প্রথম সপ্তাহের ২ তারিখ রবিবার ও ৫ তারিখ বুধবার, দ্বিতীয় সপ্তাহের ৮ তারিখ শনিবার ও ৯ তারিখ রবিবার। এই ভাবে তৃতীয় সপ্তাহে ১৬ তারিখ রবিবার ও ১৭ তারিখ সোমবার, চতুর্থ সপ্তাহে ২৩ তারিখ রবিবার ও ২৪ তারিখ সোমবার এবং পঞ্চম সপ্তাহের শুধুমাত্র ৩১ তারিখ সোমবার লকডাউন থাকবে। অর্থাৎ আগস্টে মোট ৯ দিন সম্পূর্ণ লকডাউন থাকবে। বাকি দিনগুলি সাধারণ লকডাউন জারি থাকবে। অর্থাৎ রাত ১০টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত লকডাউন জারি থাকবে। পাশাপাশি কনটেনমেন্ট জোনগুলিতে লকডাউনের কড়াকড়ি যথারীতি থাকবে।