রাম মন্দিরের ভূমি পূজো, অযোধ্যার যাচ্ছে শিলিগুড়ির পবিত্র স্থানের মাটি ও জল
৫ আগস্ট রাম মন্দিরের ভূমি পূজো। সেই লক্ষ্যে বিশ্বহিন্দু পরিষদের কার্যকর্তাদের উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রবিত্র স্থানের জল ও মাটি পাঠানো হচ্ছে অযোধ্যায়। শিলিগুড়ি থেকেও পাঠানো হল জল ও মাটি। জানা গিয়েছে, মহানন্দা ও তিস্তা নদীর জল এবং জল্পেশ মন্দির ও চাঁদমনির শিব মন্দিরের পবিত্র মাটি পাঠানো হচ্ছে অযোধ্যায়।
৫ আগস্ট মন্দিরের ভূমি পূজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শিলিগুড়ি বিশ্ব হিন্দু পরিষদের জেলা সচিব রাকেশ আগরওয়াল জানান, রাম মন্দির নির্মানের জন্য ভারতের নানান জায়গা থেকে মাটি ও জল পাঠানো হচ্ছে। তেমনই শিলিগুড়ির কিছু পবিত্র স্থান ও নদীর জলও পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আগামীকালই শিলিগুড়ি থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে।