প্রতিবন্ধকতাকে হার মানিয়ে উত্তীর্ণ মাধ্যমিকে

আমফানের ঘরের চাল উড়ে গেছে ভ্যানচালক পরিবারের। সেই পরিবারের মনিরা উত্তীর্ণ হল মাধ্যমিকে। সব প্রতিবন্ধকতাকে হার মানিয়ে গ্রামের নয়নের মণি হয়েছে মিনাখা মনিরা খাতুন। বসিরহাট মহকুমার মিনাখা ব্লক কুমারজোল গ্রাম পঞ্চায়েতের মালিয়ারী গ্রাম। বাবা মুক্তার আলি মোল্লা পেশায় ভ্যানচালক, মা আখলিমা বিবি পরের বাড়ি পরিচারিকার কাজ করে। দিনও দরিদ্র পরিবার তাঁদের দু ফুটের সন্তান মনিরা খাতুন এবং ১০ বছরের আরেক ছেলে আশিকুল পঞ্চম শ্রেণিতে পড়ে। জন্মের পর থেকে মেয়ে ও ছেলে শারীরিকভাবে অক্ষম। ঠিকমত চলতে পারে না। কিন্তু শিক্ষার আলোয় আলোকিত হওয়ার অদম্য ইচ্ছাশক্তি আজ মনিরা গ্রামের আলোর পথের দিশারী। ২০২০ সালের এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী বছর ১৬'র মনিরা খাতুন গ্রামের ধুতুরদহ কল্যাণ পরিষদ বিদ্যালয় থেকে এবছর পরীক্ষা দিয়েছিল। পরীক্ষার সময় প্রতিদিন বাবা মুক্তার ভ্যানে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছত মনিরা। 
গতকাল বুধবার মাধ্যমিকের পরীক্ষার ফলাফল বের হতে জানা যায়, মনিরা এবছর মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে। খুশির খবর গ্রামে পৌঁছতে উৎসবের চেহারা নিয়েছে। স্কুলের শিক্ষক তরিকুল আলম মোল্লা বলেন, "আমরা ওর পড়াশোনার ব্যাপারে সব রকম সহযোগিতা করব, যাতে ওকে দেখে আরো পাঁচটা ছাত্র-ছাত্রীর এগিয়ে আসে। তার সবরকম ব্যবস্থা আমরা করব। সরকার যেন ওর পাশে থাকে।"