১৩ বছরের এক নাবালিকা শেষ করে দিল তার জীবন!
এক মাসের ওপর হয়ে গিয়েছে সুশান্তের মৃত্যুর৷ তবে এখনও যেন সেই শোক ভোলা যাচ্ছে না৷ এখনও অনেক ভক্ত মানতে পারছেন না সুশান্তের মৃত্যুর ঘটনা৷ তার মধ্যে আজ, ২৪ জুলাই মুক্তি পাচ্ছে তাঁর শেষ অভিনীত ছবি দিল বেচারা৷ শেষবারের জন্য তাঁকে ছবিতে দেখতে পারবেন দর্শকরা৷ কিন্তু এরই মধ্যে এল আরও একটি খারাপ খবর৷ আরও একটি আত্মহত্যার ঘটনা ঘটল৷ সুশান্তের আকস্মিক মৃত্যুর দুঃখ সহ্য করতে না পেরে ফের আত্মহত্যা করল তাঁরই এক ভক্ত৷ এবার ১৩ বছরের এক নাবালিকা শেষ করে দিল তার জীবন! বুধবার রাতে ছত্তীশগড়ের দুর্গ জেলায় এই দুর্ঘটনা ঘটে৷ ৭ম শ্রেণীর ছাত্রী ছিল সুশান্তের খুবই বড় ভক্ত, জানিয়েছে পরিবার৷
মেয়েটির মৃত্যুর কথা বৃহস্পতিবার সকালে নিশ্চিত করে পুলিশ৷ পুলিশ জানিয়েছে যে, যখন এই দুর্ঘটনাটি ঘটে তখন একাই ছিল সে৷ বাড়ির বাইরে ছিলেন তার বাবা-মা৷ তারা ফিরে এসে দেখেন যে ভিতর থেকে বাড়ির দরজা বন্ধ৷ পিছন থেকে বাড়ির ভিতরে ঢোকেন মেয়েটির বাবা৷ এবং ঢুকেই দেখেন মেয়ের ঝুলন্ত দেহ!
পুলিশ জানিয়েছে যে, একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে৷ সেখানে লেখা রয়েছে যে, সুশান্তের মৃত্যু মানতে না পেরে এভাবে জীবন শেষ করছি...এবং সুশান্ত আত্মহত্যা করেছে বলেই এই পথও সেই মেয়েটি বেছে নিয়েছে বলে সে জানিয়ে গিয়েছে এই নোটে৷
সুশান্তের খুব বড় ভক্ত ছিল তার মেয়ে এবং সুশান্তের মৃত্যুর পর থেকেই খুবই দুঃখি ছিল সে৷ স্থানীয় সংবাদমাধ্যমে এমনই জানায় মেয়েটির বাবা৷ নায়কের মৃত্যুর পর থেকে সারাক্ষণই সুশান্তের ছবির গান দেখত সে এবং শুনত সব গান৷ যদিও আত্মহত্যার ঘটনার তদন্ত করবে পুলিশ৷ এই নিয়ে সুশান্তের মৃত্যুর পর তাঁর ৪ জন ভক্ত আত্মহত্যা করল৷ এর আগে ১২ বছরের, ক্লাস ৬-এর এক ভক্ত আত্মহত্যা করে৷ সেও টিভিতে সুশান্তের মৃত্যুর খবর দেখত সারাদিন৷ তারপরই এই চরম পদক্ষেপ নেয় সে৷ ওড়িশার এক নাবালিকাও সুশান্তের মৃত্যুর পর আত্মহত্যা করে৷