লকডাউন উপেক্ষা করে চলছিল সিনেমার শুটিং, গ্রেপ্তার ৩
প্রশাসনিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে লকডাউন অমান্য করেই শহর শিলিগুড়িতে চলছিল সিনেমা শুটিং। ঘটনার খবর পেতেই অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ৷ তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় শুটিং৷ অন্যদিকে, এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, শহর শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় একটি নেপালী সিনেমার শুটিং চলছিল। সিনেমার শুটিং দেখার জন্য ভিড় জমান স্থানীয়রা। ঘটনার খবর পেতেই ভক্তিনগর থানার পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছান। বন্ধ করে দেওয়া হয় শুটিং। অন্যদিকে, প্রোডাকশন হাউজের কর্মীরা বৈধ নথি দেখাতে না পারায় ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিশ।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি ইস্ট স্বপন সরকার জানান, এই সিনেমার শুটিং এর জন্যে প্রশাসনের কোন অনুমতি নেওয়া হয়নি। ধৃতরা ওই তিন জন কালিংপং-এর বাসিন্দা।