বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিক্রির অভিযোগ
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সূদূর আসাম থেকে শিলিগুড়ি নিয়ে এসে এক যুবতীকে বিক্রি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। যদিও শেষ মুহুর্তে রক্ষে পেলেন ওই যুবতি৷ কোনক্রমে পালিয়ে বাঁচেন তিনি। অবশেষে গুরুংবস্তি এলাকায় ট্রাফিক পুলিশের দ্বারস্থ হন।
জানা গিয়েছে, শফিকুল ইসলাম নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল ওই যুবতীর৷ অভিযোগ, ছয় মাসের প্রেমের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দেওয়ার কথা অর্থাৎ বিয়ের প্রস্তাব দিয়ে ওই যুবতীকে আসাম থেকে শিলিগুড়ি নিয়ে আসে শফিকুল। এরপরেই তাকে বিক্রি করে দেওয়ার ছক করে।ওই যুবতী জানান, তাকে বিয়ের প্রলোভন দিয়ে শিলিগুড়ি নিয়ে আসে শফিকুল। এরপর দু’দিন তার দিদির বাড়িতে রাখে৷ পরে তাকে জানায় থানায় গিয়ে তারা বিয়ে সারবে। কিন্তু তারপর থেকে আর কোন খোঁজ ছিল না শফিকুলের। এরপরেই সন্দেহ হতেই সকলের নজর থেকে পালিয়ে পুলিশের দ্বারস্থ হয় সে৷
ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি ওই যুবতীর তরফে৷ ওই যুবতীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু হয়েছে পুলিশের তরফে। পাশাপাশি গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।