নদী পার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই শিশুর, চাঞ্চল্য এলাকায়
#খবরখড়িবাড়ি ২০ জুলাই: একই পরিবারের দুই শিশুর জলে ডুবে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খড়িবাড়ির জায়গীরজোত এলাকায়। গতকাল অর্থাৎ রবিবার বিকেল ৩ টে নাগাদ নদী পার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় দুই ভাই বোনের। ঘটনায় স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদের উদ্ধার করে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে দুই মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে খবর, মৃত কিশোরের নাম অজয় সিংহ (১০), তাঁর দিদি মৃত কিশোরীর নাম করিশ্মা সিংহ (১১)। গতকাল বিকেল নাগাদ দুই জনই মায়ের জন্য নদী পার করে কাঠাল আনতে গিয়ে জলে ডুবে যায় তারা। ঘটনাটি ঘটেছে জায়গীরজোতের চেঙ্গা নদীর পাশে ঝিলে। স্থানীয় এক ব্যাক্তি জলে দেহ দেখতে পেয়ে তাদের খড়িবাড়ি গ্রামীন হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
পঞ্চায়েত গডফাদিয়াস জানান, পুরো বিষয়টিতে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হবে।