কিশোরীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য চোপড়ায়
#খবরখড়িবাড়ি : - মাধ্যমিক উত্তীর্ণা এক কিশোরীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রামপঞ্চায়েতের বসলামপুর এলাকায়। মৃতা কিশোরীর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দুস্কৃতীরা ওই কিশোরীকে ধর্ষন করে খুন করে ফেলে রেখে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি ঘটনাস্থল থেকে দুস্কৃতীদের মোবাইল ফোন সাইকেল ও পরিচয়পত্র মিলেছে। পুলিশ কিশোরীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে এদিন রাজ্য সড়ক ও ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের বাসিন্দারা। রাস্তায় লাঠিসোঁটা নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হন গ্রামের কয়েকশো বাসিন্দা। বিক্ষোভকারীদের দাবি যতক্ষন অভিযুক্তদের গ্রেফতার না করা হবে ততক্ষন ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ চলবে। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর চোপড়া থানার পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে অবরোধ তুলতে গেলে স্থানীয় বাসিন্দাদের সাথে খণ্ডযুদ্ধ বেঁধে যায়।