রেঞ্জার সঞ্জয় দত্তের বদলির বিরুদ্ধে প্রতিবাদ বেলাকোবার বাসিন্দাদের
Home Trending
Trendingরাজ্যউত্তরবঙ্গ
রেঞ্জার সঞ্জয় দত্তের বদলির বিরুদ্ধে প্রতিবাদ বেলাকোবার বাসিন্দাদের
By siligurilive24x7 Desk - July 18, 202013
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৮ জুলাই: রেঞ্জার সঞ্জয় দত্তের আচমকা বদলির নির্দেশ জারি হতেই প্রতিবাদে সামিল বেলাকোবার স্থানীয়রা। রেঞ্জার সঞ্জয় দত্তের বদলির আদেশ রদ করার দাবিতে শনিবার বেলাকোবা রেঞ্জ অফিসের সামনে বিক্ষোভ দেখান৷
স্থানীয় বাসিন্দাদের দাবি, রেঞ্জার সঞ্জয় দত্ত নিয়ম মেনে নিজের কাজটুকু করেছে। সেখানে তার কোন ভুল নেই। সেক্ষেত্রে এভাবে তাকে বদলি করা যেতে পারে না। এবিষয়ে স্থানীয় বাসিন্দা মিনা হাজরা বলেন, তদন্ত করতে যাওয়া কি অপরাধ নাকি? রাতারাতি এভাবে বদলি করা হবে কেন? আমরা রেঞ্জার সঞ্জয় দত্তকে চাই। আমাদের দাবি মানা না হলে আমরা আত্মহত্যার পথ বেঁছে নেব৷
প্রসঙ্গত, সম্প্রতি এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মণের বাড়িতে অভিযান চালিয়েছিলেন সঞ্জয় দত্ত। এরপরেই তার বদলির নির্দেশিকা জারি হয়। তার প্রতিবাদেই এদিন বিক্ষোভ স্থানীয়দের। বিক্ষোভকারীদের বক্তব্য, সঞ্জয় দত্ত মানুষ হিসেবে সৎ। অসহায়দের পাশে দাঁড়ান সব সময়৷