৪৮ ঘন্টায় সাফল্য; উদ্ধার চুরি যাওয়া সামগ্রী
ফের সাফল্য। এবার অবশ্য চুরির ঘটনার ৪৮ ঘন্টা পেরতে না পেরতেই সাফল্য পেল এনজেপি থানার পুলিশ। উদ্ধার হল চুরি যাওয়া সামগ্রী। একইসঙ্গে ধড়া পড়ল চুরির ঘটনায় জড়িত দুই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর ধৃতরা হল অজয় সাহা ও রঞ্জিত বিশ্বাস। ধৃত দু’জনেই শিলিগুড়ি শহর সংলগ্ন মাইকেল মধুসূদন কলোনীর বাসিন্দা। মঙ্গলবার তাদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়। অন্যদিকে, পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ৷
থানা সূত্রে খবর, চলতি মাসের ১৪ তারিখ শিলিগুড়ি শহর সংলগ্ন মাইকেল মধুসূদন কলোনির বাসিন্দা বিপ্লব চক্রবর্তীর বাড়িতে চুরি হয়। চুরির দিন স্ব-পরিবারে শ্বশুরবাড়ি গিয়েছিলেন বিপ্লব বাবু। সেই সুযোগেই দুষ্কৃতিরা চুরির ঘটনা ঘটায়। পরবর্তীতে ১৭ তারিখ সকালে এলাকাবাসীদের থেকে চুরির খবর পেতেই বাড়ি পৌঁছান তারা। ১৮ তারিখ এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
চুরির ঘটনায় দায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার রাতে অম্বিকানগর আন্ডারপাস সংলগ্ন এলাকা থেকে ওই দুই জনকে গ্রেপ্তার করে এনজেপি থানার পুলিশ। এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ধৃতদের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও নগদ অর্থও।