কলসেন্টারের আড়ালে প্রতারণা চক্র! শিলিগুড়িতে গ্রেপ্তার ৩, আটক একাধিক
১৪ লক্ষ টাকার প্রতারণার মামলার তদন্তে নেমে কলসেন্টারের আড়ালে প্রতারণার পর্দা ফাঁস করল তেলেঙ্গানা পুলিশ। জানা গিয়েছে, শনিবার শিলিগুড়ির মাটিগাড়া ও ভক্তিনগর থানা এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে তেলেঙ্গানা পুলিশ৷ তাদের মধ্যে তিন জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল বিজয় শাঁ, বিনোদ কুমার শাঁ, মহম্মদ নুর আলাম। রবিবার ধৃতদের আদালতে তুলে ট্রানজিট রিমাণ্ডে নিয়ে হায়দ্রাবাদ যাওয়া হচ্ছে। বাকিদের নোটিশ দিয়ে হায়দ্রাবাদে ডাকা হয়েছে। ঘটনায় তল্লাশি জারি রয়েছে কিংপিং-র।
তেলেঙ্গানা পুলিশের তরফে এম রভিন্দর রেড্ডি বলেন, ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণা চক্র চালাচ্ছিল৷ প্রতারণার অভিযোগ দায়ের হতেই তদন্তে নেমে শিলিগুড়ি থেকেও এই একই চক্র চলছে বলে জানা মাত্রই বিশেষ একটি দল শনিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সহযোগীতা নিয়ে বেশ কয়েকজনকে আটক করে
তিনি আরও বলেন, প্রতারণার মামলার তদন্ত নেমে ধৃতদের পাকড়াও করা হয়। জানা গিয়েছে, এই চক্র নিয়ন্ত্রনকারী সন্তু দাস, মীনাক্ষী দাস, দেবাশিষ মুখার্জির খোঁজে তদন্ত চলছে । ফের শিলিগুড়িতে এসে এই প্রতারণার ছকের বিরুদ্ধে অভিযান চালানো হবে।