শাহ’র মধ্যাহ্নভোজের পর মহালি পরিবারের খোঁজ নেয়নি বিজেপি, চাকরি দিল রাজ্য সরকার

শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের মাহালি দম্পতির বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন অমিত শাহ সহ বিজেপি নেতৃত্বরা। অভিযোগ তারপর বিজেপির তরফে ওই আদিবাসী পরিবারের কোন খোঁজ রাখেনি বিজেপি৷ পেড়িয়ে গিয়েছে তিনটি বছর। এমতাবস্থায় ওই পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। তিন বছর পর মহালি দম্পতিকে চাকরি দিল রাজ্য সরকার। এছাড়াও রাজ্য সরকারের আরো বেশ কিছু প্রকল্পের সুবিধা পেয়েছেন এই মহালি দম্পতি পরিবার। রাজ্য সরকারের এই ভূমিকায় খুশি মহালি দম্পতি।


প্রসঙ্গত ২০১৭ সালে উত্তরবঙ্গে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পৌঁছে ছিলেন নকশালবাড়ি। সেখানে রাজু মহালি ও গীতা মহালির বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে ছিলেন তিনি। চরম দারিদ্রতার মধ্যে দিয়ে দিন গুজরান হলেও অমিত শাহের আপ্যায়নে কোন কসুর রাখেন ওই পরিবার। জানা গিয়েছে, রাজু মহালি পেশায় রং মিস্ত্রী৷ নুন আনতে পান্তা ফুরানোর জোগার সংসারে। তবে এবার রাজ্যের বদান্যতায় ফিরতে চলেছে সংসারের হাল। বৃহস্পতিবারই রাজ্যের তরফে রাজু মহালির স্ত্রী গীতা মহালিকে হোম গার্ড পদে নিযুক্ত করা হয়৷


আজ গীতা মহালির চাকরির প্রথম দিন নকশালবাড়ি থানায় গিয়ে যোগ দেন। এদিন তার চাকরির প্রথম দিন গীত মহালির সাথে থানায় যান তৃণমূলের জেলা সভাপতি রঞ্জন সরকার সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গীতা মহালি জানিয়েছেন অমিত শাহ তার বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে যাওয়ার পর থেকে বিজেপির কেউ তাদের পরিবারের খোঁজ নেয়নি। কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বিভিন্ন সময় তার বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছিলেন। বাড়িয়ে দিয়েছিলেন সহযোগীতার হাতও। অবশেষে চাকরি।

উল্লেখ্য, অমিত শাহের সফরের পর রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে পর্যটন মন্ত্রী গৌতম মহালি দম্পতির খোঁজ নেন। সে সময় সবিস্তারে দাবি তুলে ধরেছিলেন মহালি দম্পতি। সেই দাবি মেনেই রাজ্যে অমিত শাহ’র সফরকালে গীতা মহালিকে রাজ্য সরকারের তরফে হোম গার্ড হিসেবে নিয়োগ করা হয়।