শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সৌজন্য সাক্ষাতে গৌতম দেব
বিহার রওনা দেওয়ার আগে এদিন বায়ু সেনার বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব সহ উত্তরবঙ্গের সাংসদরা পাশাপাশি উপস্থিত ছিলেন জেলাশাসক ও শিলিগুড়ির পুলিশ কমিশনার।
এদিন বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন উত্তরবঙ্গের বিজেপি সাংসদেরা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব, দার্জিলিংয়ের প্রাক্তন জেলাশাসক পুন্নমবালম. এস এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার অর্থব ত্রিপুরারী।
এছাড়াও সাংসদদের মধ্যে উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ নিশিথ প্রামাণিক, জলপাইগুড়ি সাংসদ ডঃ জয়ন্ত রায়, আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা। এদিন প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপির সাংগঠনিক জেলা কমিটির সভাপতি প্রবীণ আগারওয়াল, বিজেপির রাজ্য সম্পাদক রথীন্দ্রনাথ বোস।