হাইকোর্টের নির্দেশে কালীপুজোয় নিষিদ্ধ বাজি
কোরোনা পরিস্থিতিতে দূর্গাপুজোর ন্যায় কালীপুজোতেও মানতে হবে সমস্তরকম নিয়মাবলী। পাশাপাশি আলোর উৎসবে নিষিদ্ধ হল বাজি। কেনা-বেচার ওপরেও নিষেধাজ্ঞা জারি হল এদিন। শুধু কালীপুজোতে নয় ছট পূজোতেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ। এছাড়া কালীপুজোর প্যান্ডেল থেকে ৫ মিটারের দূরত্বে থাকবে ব্যারিকেড। থাকতে হবে স্যানিটাইজেশনের ব্যবস্থা।
পাশাপাশি এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিসর্জন দু’দিনে হবে। বাজি পোড়ানো একেবারেই নিষিদ্ধ। এছাড়া সবাইকে সবরকম সতর্কতা অবলম্বন করতে হবে।