কিন্নরদের হাতে ভাইফোঁটা নিলেন রেঞ্জার সঞ্জয় দত্ত

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়ল কাঁটা’ এই প্রার্থনা করেই আজ বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে ভাই ফোঁটা পালন করছে। একইভাবে আজ লোকচক্ষুর অন্তরালে থাকা বোনের হাতে ভাই ফোঁটা নিলেন বৈকন্ঠপুর বনবিভাগের শালুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত। কিন্নরদের হাতে ভাইফোঁটা পেয়ে আপ্লুত রেঞ্জার সঞ্জয় দত্ত।

দেওয়ালির পর ভাইফোঁটার দিন রাজ্যজুড়ে যখন বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে ভাইফোঁটা পালন করত তখন বিরত থাকত ওরা। কারণ ওরা কিন্নর। আমাদের সমাজ ওদের একটু এড়িয়েই চলে। তবে এবার ভাইফোঁটার দিন কিন্নর বোনের হাত থেকেই ভাইফোঁটা নিলেন রেঞ্জার সঞ্জয় দত্ত। এদিন দুপুরে শিলিগুড়ি আশিঘরের কাছে রীতিমতো সোনালীর বাড়িতে গিয়ে তার হাতে ফোঁটা নেওয়ার পাশাপাশি মিষ্টিমুখ করেন সঞ্জয় দত্ত। এদিন ভাইফোঁটা নিয়ে সঞ্জয় দত্ত বলেন কিন্নর বোনেরা যাতে সব সময় সুখে থাকে ভালো থাকে সে প্রার্থনাই করবো।

অন্যদিকে এদিন ভাইফোঁটা উপলক্ষে রাজগঞ্জ ব্লকের বনবস্তি এলাকার ৫৫ জন রাজবংশী সম্প্রদায়ের মহিলাও রেঞ্জার সঞ্জয় দত্তকে ভাইফোঁটা দেন। জানা গেছে গত কয়েক বছর ধরে ওই মহিলারা তাকে ভাইফোঁটা দিয়ে আসছেন।