পয়লা নভেম্বর থেকে শুরু হতে চলছে বিশ্ব বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া

অবশেষে করোনা আবহের মাঝে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে শুরু হতে চলছে ভর্তি প্রক্রিয়া। জানা গিয়েছে, আগামী পয়লা নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে এমএ,এমএ.সি,এমএ.কম ছাড়াও চলতি শিক্ষাবর্ষের অন্যান্য কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। সমস্ত প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ সরকার বলেন, আজ বিকেল ৪ টে নাগাদ আন্ডার গ্রাজুয়েশনের রেজাল্ট বের হবে। এছাড়াও তিনি আরও বলেন, ৩০ তারিখ অবধি কেন্দ্র সরকারের তরফে শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনে আগামী ৩০ তারিখ অবদি বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়।