খড়িবাড়ি যুব সম্প্রদায়ের ৫৩তম দুর্গা পুজোর খুঁটি পূজা করা হয়।

আজ খড়িবাড়ি যুব সম্প্রদায়ের ৫৩তম দুর্গা পুজোর প্যান্ডেলের খুঁটি পূজা করা হয়। 
বড়ো বাজেটে এবারের পুজো হওয়ার কথা ছিল কিন্তু  এই করোনা পরিস্থিতিতে  তা বাতিল করে বাজেট কমিয়ে কম বাজেটে এ বছরের পুজো করার সিন্ধান্ত নেই যুব সম্প্রদায় । 
এবছরের থিম "করোনার আবহে দেবীর আগমন"
সরকারের দেওয়া  সমস্ত গাইডলাইন মেনে পুজোর সব কিছু করা হচ্ছে এবার ,প্যান্ডেলে থাকছে মুক্ত,সাথে মাস্ক পাশাপাশি স্যানিটাইজার এর ব্যবস্থা । 

এবছর যুব সম্প্রদায়ের মোট বাজেট ৩৫০০০০। 

সম্পাদক পদে রয়েছেন : ইন্দ্রজিৎ সরকার,রতন রায়। 
                              এবং 
                    কোষাধ্যক্ষ : দেবব্রত সিনহা ।